আংগো দেশের বাড়িত আম্নে যাইবেন্নি গো বাই,
হারা বছর দুয়ার খোলা রাইক্কুম আম্নের লাই।
আছেন যত বন্দু বান্দব আছেন মিয়া বাই
লক্কুরা তে অাইয়েন একবার আমন্ত্রণ জানাই।
ডাকাতিয়ার ফাশেই আছে সবুজ ঘেরা বন,
বনের ফাশে ধানের ঐ ক্ষেত দেকলে জুড়ায় মন।
সকাল বেলা নাস্তায় থাইকবো বিন্নি ধানের খৈ,
দুরফে দিয়াম খানার লগে তাজা দুইকান কৈ।
রাইতের বেলা আসের মাংস, লগে গাবির দুধ,
আরো কত আইটেম দিয়ুম অদ্ভুত অদ্ভুত!
নানান জাতের ফিঠা ফায়েশ থাইকবো হারাক্কন,
কছি ডাবগুন দেয়াই কয়ুম যত হাইরবেন লন।
আশে ফাশের মানুষ বেগ্যুন উৎসুকি অার সৎ,
আমনেগরো কইরবো বেকে মায়া মহব্বত।
আছেন যত বন্দু বান্দব আছেন মিয়া বাই
লক্কুরা তে অাইয়েন একবার আমন্ত্রণ জানাই।
হারা বছর দুয়ার খোলা রাইক্কুম আম্নের লাই।
লক্কুরা তে অাইয়েন একবার আমন্ত্রণ জানাই।