প্রতি রাতে
কাব্য লেখার
জন্যে আমার
হচ্ছে যখন বসা,

সেই সুযোগের
প্রতীক্ষাতে
ওঁত পেতে
প্রহর গোনে মশা।

কি ভয়ানক
যন্ত্রনাযে
রক্ত যখন খায়,
ওদের সাথে
পাল্লা দিয়েও
পেরে ওঠা দায়।

যতই বলি
আর এসোনা
তোমার পায়ে পড়ি,
গুনগুনিয়ে
বলে মশা
আ’য়্যাম ভেরী স্যরি।