ভাবতে হবে একটু খানি বলতে হলে কথা
সবার আছে ইচ্ছেমত বলার স্বাধীনতা।
হতে পারে একটা কথাই সর্বনাশের মূল
মিছেমিছি আমরা কেন করতে যাবো ভুল!
রাগের বশে হারিয়ে গেলে উচ্চারণের খেই,
বন্ধু আমার শত্রু হবে হঠাৎ অনেকেই।
বাক্যগুলো বুলেট হয়ে হানবে আঘাত মনে
প্রাণ- সখীও ক্ষুদ্ধ হয়ে ভঙ্গ দেবে রণে।
সদালাপী মিষ্টভাষী স্বল্পভাষী যারা
জীবন চলার নানান বাঁকে হয় না সঙ্গীহারা।
অল্পকথায় বন্ধুসবার জয় করে নেয় মন
হতে হলে স্বল্পভাষী করতে হবে পণ।