খুনীর আছে স্বাধীনতা
বিচারকের নেই।
স্বাধীনতা পাইনি আমি
পায়নি অনেকেই।

সাতচল্লিশের সূর্য কীরণ,
পাক-শাষকের দমন পীড়ন
জাতির ঘাড়ে চেপে যখন
মলিন হয়ে যায়।
তখন বুঝি তাদের সাথেও
বাস করা খুব দায়।

আমজনতা ক্রুদ্ধ হলো
একাত্তরে যুদ্ধ হলো
রক্তচোষা পাক সেনাদের
হলো পরাজয়।
স্বাধীনতা ভীনদেশী দের
মগের মুলুক নয়।

মতপ্রকাশের স্বাধীনতা
অধিকারের ন্যয্যকথা
আমার স্বাধীন বাংলাদেশে
বলার উপায় নেই।
স্বাধীন দেশেই পাইনা খুজে
স্বাধীনতার খেই।

গনমাধ্যম বন্ধ কেন?
আইন আদালত অন্ধ কেন?
স্বাধীনতার নামে কেন
স্বৈরাচারের জয়?
দেশটা তবে কেমন করে
বলো স্বাধীন হয়!



রচনাকালঃ ৫ই মার্চ,২০১৪।
মোহাম্মদপুর, ঢাকা