একদম কাছে দিয়ে,
বাস ট্রাকের পিছে দিয়ে,
বেরোয় ভুটভাট ধোঁয়া।
কত প্রান যায় খোয়া,
বাতাসের কান্নায়,
ধোঁয়ার বন্যায়,
দূষণেরা হয়ে উঠে,
নিমর্ম একজোটে।
ময়লার ছন্দে,
ডাস্টবিনের গন্ধে,
কষ্টটা খুব যে।
ময়লায় উপচে,
সাথে আবার বস্তি,
চরমে অসস্তি।
নদীতে তেল পড়ে টনে টন,
মাছ মরে ছয় মণ।
কারখানার ধুমধাম,
মেকানিকের থুমথাম,
প্রতিবেশীর চিৎকার,
এইসব বারে বার,
শব্দের জোহরা।
করে দেয় বহরা।