পথ রেখা থেকে অভিপ্রায় জেগে উঠলে নিচের দিকে তাকালাম; প্রতারণা করছে জুতো। যা বৃষ্টি কাদা মাড়িয়ে এতদিন সঙ্গ দিয়েছে। অবসর চেয়ে ফিরে যায় বারবেলায় রাস্তার শৈথিল্য। নিরুদ্দিষ্ট হলে পুরনো হলে ছাতার শিকের মতো উল্টে যায় আনকোরা হাসি। বারো মাসে তেরো পার্বণ খুলে অনেক জরুরী কম জরুরীর মাঝে ও..
অগম্য প্রণালীর কাছে তুলে ধরি সকালের কুশল। কাল বদলে যাক তার কিছু। ঝুরোঝুরো রোদে পাতা রকমারি দোকানে অবাক ভিড় । পড়ন্ত বেলায় বিমূর্ত হয়ে উঠে উদাসীন ফল বিক্রেতার চোখ। মোহের গন্ধ আতিপাতি করে। চারদিক থেকে ধাওয়া করে কিছু।
অনেক কুশলের পর সজাগ নৈপুণ্য বদলে যায় দিনলিপি। নির্ণয় করে নিপুণ সম্ভার। তাই ঘোর থেকে ঘুরে গেলে আরেক ঘোর ঠিক পায়ের কাছে এসে দাঁড়ায়। এখানে সেই ভরকেন্দ্রে। আরও কিছু চাই। কিছু তার চক পেন্সিলে লেখা কিছু তার ফ্রেমে গাঁথা সনেট হতে পারে..