দুয়ারে অপেক্ষায়
দেখছি নবান্ন
কার্তিকের চাঁদে আশীর্বাদ
তামাটে মানুষ চষে
লাঙ্গলে ঘুরায় ফলা
মুগ্ধতার মিহি রেণুতে ফুটে সবুজ কুড়ি
পিপাসা মিঠাও
আলপথ ঘিরে এই সবুজ ক্ষেত
শস্যের ইশতিহার
ঘর্ষ কলায় জেগেছে মাঠ
প্রবাহ বৃষ্টি নৈপুণ্য
ঘুরে যায় চিরকাল
এমন চিহ্ন জুড়ে বিশাল গাঁও
রূপশালী ধান
ডাকছে এবার চোখ খুলে
অব্ধি এই মাটির কোমল
চোখে দেখে নিও
কিভাবে কবিতা হয়।