এক।
বরষা মঙ্গল উজানে টেনে নেয়
ভাটির দেশের মানুষ উজান টানি
সূত্র ধরে সাপে কাটে বাম পাশ
চুড়ির ঘে-ট্যাং ঘে-ট্যাং –
হাত সোঝা করেছি
মচ্ছবের উৎসন্নয় সনাক্ত করতে চাই
যদি সে উঠে বসে
হাত ধরে বলে- চলো যাই-
শতো বরষায় আমি তা’কে নিয়ে বৃষ্টিতে ভিজবো
তারপরও বলি-
ভাটির দেশের মানুষ আমি
সাবালক হয়েছি জল ও জোছনায়
সাপের বিছানায়-
চাণক্যের দেউড়িতে লাগিয়েছি লতাগুল্ম সাপ
শুধু বৃষ্টিতে ভিজবো বলে।
দুই।
সাপে কাটলে ওঝা লাগেনা
বেহুলার ছবক এখনও আছে।
ওখানে গিয়ে না হয় উঠবো
একদম বৃষ্টিতে ভিজে
থামাও এবার ঘে-ট্যাং ঘে-ট্যাং
বরষা মঙ্গল এলো যে ঘরে।