কারো দিকে চেয়ে নয়
সর্বনাশা হলে নিজের দিকে ধেয়ে আসে কাটামন্ডু গলিত ধড়
তুমি তাকে কিভাবে ফিরাবে
নিজের গলায় নিজে তুমি ছুরি দিলে।
তারাই আহাম্মক যারা ছুরির ধার বোঝেনা
নিজেকে খুব ধার মনে করে
মুরিদানে যায় বা পীরের মোকামে মানত করে
আতর লোবানের গন্ধে বিভোর হয়
ভুরি ভুরি দেখে শিখেনা কিছু
নিজের গলায় ছুরি চালায়।
বেলাল্লাপনা নারী সম্ভোগে পোড়ায় আতশবাজি
গোড়ায় গলদ রেখে কারসাজি
দক্ষিণের দার খোলা রেখে খেজুর কলা খায়
লালসালু পীর দেখি পরীর আস্তানায়
গলাকাটা পীর পায়ে জড়োয়া গ্যাংগ্রিন
রেখে খুশবু বিলায়।
এদের ফেলে দিলে মূ্র্ছা যাবেনা কেউ
দূর হতো ক্ষতো
তারপর দেখি এরা মুখোশে লুকায় ।
ভুরি ভুরি পীরজাদা তাবিজ কবজ নাচায়
চমকানো ভুড়ি তার তেলে মাঠা হয়
চাবুক দিয়ে দেখেছি তারা ঘোড়া হয়ে যায়
এ যুগে আর কতো পীরজাদা হবে
এদের ধরে যদি না যায় পুরা শিকলে।