মা তোমাকে ভালোবাসি,
ওষ্ঠ নিসৃত হয়নি কভু;
তোমার পায়ে লুটিয়ে পরতে,
ইচ্ছে জাগে বহু।
ক্ষনিক আনন্দ কত সহশ্র ,
এদিক সেদিক পানে;
অন্তরের দহন দমনে,
শুধুই তোমার দিকে টানে।
অসীম আকাশ সসীম বটে,
মাতৃতুল্য নহে;
সুবিশাল জমিনে,
মাতৃদুগ্ধের মুল্য কেবা জানে।
উত্তাল সাগর, খেপাটে ঝর,
শান্ত তোমার স্পর্শে,
ব্যকুল হৃদয়ের অস্থিরতা,
তুমি ছাড়া না থামে।
তোমার অসুখে,
অশ্রুশিক্ত হয়নি অবুঝ নয়ন;
রাগ করেছো,
হয়নি তবু আহার নিদ্রা হরণ।
হস্ত কঞ্চি কিংবা লাঠির,
বেদম পিটুনি পিঠে,
ভালোবাসি মাগো,
সুপ্ত কথন, হয়নি বলা লাজে।