তুমি অসৎ, আমি কিন্তু সৎ নই!
সুযোগে সততা করব বটে জবাই।
তুমি অশিক্ষিত, আমি সুশিক্ষিত নই,
কলমে নিরপরাধ দন্ডিত যে হবেই।
তুমি পাপী, আমি কিন্তু নিস্পাপ নই!
সুযোগ পেলে পাপের সাগরে নামবোই।
তুমি নিন্দ্রামগ্ন, আমি জাগ্রত নই,
বিনিদ্রায় জাতিকে বিপদগামী করবই।
তুমি বিবেকহীন, আমিও সজ্জন নই,
বিবেকটাকে বিক্রি করে স্বার্থপর হবই।
তুমি নির্লজ্জ, আমিও নির্লজ্জতা মানি,
মনুষ্যত্বকে বিলিয়ে ভদ্রতার মুখোশ টানি।