কেইশর গাছের লম্বা পাতা,
শেঁকড়ের মাথায় কেইশর সাদা,
ভাঙ্গা পাসুন ডেরা ছাড়া,
খুঁচিয়ে খুঁচিয়ে জড়ো করা।
দোলার জলে শালুকের গাছ,
পদে পদে শালুকের বাস,
ইঁদুরের মাটি দেখলে ভাবি,
ক্ষেতের ধানে গোলা ভারি।
বানের কালে স্বচ্ছ জলে,
ঝাঁকে ঝাঁকে মাছের দলে,
মুঠো জাল আর ছিটকি জালে,
জেলের খলাইয়ের ভার বাড়ে।
কাঠ ফাটা রোদ শক্ত মাটি,
লাঙল জোয়াল কোদাল কাঁচি,
সরিষা ক্ষেতে হলুদের রাশি,
মধু-মক্ষিকার ভনভনানি।
দিক দিগন্তে সবুজ ফসল,
বাংলার রূপ অনন্ত অবিচল,
বৃষ্টি স্নাত বকুল কোমল,
কালের স্বাক্ষী অক্ষি যুগল।