এই সমাজের দুখী যারা
করে খাই খাই,
রাতে দিনে খেটে মরে
তবুও সুখ নাই।
মানুষের হিত করতে যাদের
বিশেষ অবদান,
তাদেরকে দেই যত কষ্ট
করি অপমান।
গরীবের বুকে লাথি মেরে
কিল আর ঘুষির বজ্রপাতে,
তিলে তিলে মারছে তাদের
মুখের খাবার নিচ্ছে কেড়ে।
সেই দুখীদের জাগিয়ে তুলি
তাদেরকে করি বলিয়ান,
মানুষ রুপি কুকুরকে যেন
করতে পারে জুতা দান।
(রচনাকালঃ ০২-০৭-২০০৯ ইং, বৃহস্পতিবার রাত ১১ ঘটিকা )