ফুল ফোটাতে মালির যতই
ঝড়ুক গায়ের ঘাম,
মনিব বলে, মালিরে তোর
বড্ড বাজে কাম।
মালি তবু খেটে মরে
মিষ্টি ফুলের আশায়,
মনিব তোলে অতৃপ্তির ঢেকুর
শাসায় কঠোর ভাষায়।
বাঁকা ঠোটে মনিব বলে,
পয়সা কঁড়ি ঢের করেছি ব্যয়।
অপদার্থ মূর্খ মালি,
তোরে কে শেখাবে ন্যায়?
সকাল সন্ধা সযতনে,
দেখিয়া রাখি দু'নয়নে।
কীট-পতঙ্গ পোকামাকড়,
ধরে না যেন ভুলো মনে।
দিবানিশি চিন্তা করি,
একটি ফুলের একটি কলি।
স্বপ্ন দেখে চমকে উঠি,
ফুলগুলি বুঝি গেল ঝড়ি।
ভোরবেলাতে ঘোর কেটে যায়,
ফুলের কলি আড়মোড়া দেয়।
ঠোঁটের কোণে মলিন হাসি,
মনিব হবেন বেজায় খুশি।
ফুলে ফুলে ভরে গেছে বাগান,
মনিবের কন্ঠে প্রকৃতির জয়গান।
মিষ্টি সুবাসে তৃপ্ত তাহার মন,
এহেন কাননের মালিক আছে ক'জন?
ফুল প্রকৃতির অনন্য উপহার,
মালি তার পার্থিব কারিগর।
সর্বশ্রেষ্ঠ সে পুরস্কার,
বিধাতা তাকে দিয়েছে বারংবার।