দুঃখ আমার বিরল ইতিহাসের পাতায়,
অনেক ছোট্টে মা হারিয়েছি, অজস্র অবুঝ কান্নায়।

মায়ের মত এতো আদর কেউ করেনি জীবনে,
ছোট্ট বেলার সেই সব কথা, কান্নায় ভাসে দু'নয়নে।

আমি তো জানি মা কত আপনজন,
যার মা নেই সেই বোঝে, মা অমূল্য রতন।

মায়ের মত কেউ কাঁদেনি আমার অসুস্থতায়,
মা আমার করেছে সেবা, অনাহার অনিদ্রায়।

হাসলে মা মুক্ত ঝড়তো তার চন্দ্রবদনে,
মায়ের মত এতো খুশি, কেউ হয়নি আমার খুশিতে।


মা মা বলে ডাকতাম যখন হাসতো মা আড়ালে,
অনেক আদরে কোলে তুলে মা, চুমু দিত দু'গালে।

রাগ করলে মায়ের মত কেউ কাঁদেনি নীরবে,
মন ভোলানো অল্প কথায়, বুকে টানতো আমাকে।

শৈশব গেল কৈশোর গেল যৌবনে করেছি পদার্পণ,
মায়ের অভাব পদে পদে তাই, অশ্রু ঝড়ে সারাক্ষণ।

যখন দেখি মায়ের করব হাহাকার করে মন,
মাকে ছাড়া বেঁচে থাকার, সাধ জাগেনা এখন।

অবুঝ মনে অবুঝ প্রশ্ন, কে দেবে উত্তর?
মায়ের মত মা পেয়েছি, পেয়েছি কি সেই আদর?

আল্লাহ তোমায় করি মিনতি মাকে কর মার্জনা,
জান্নাত বাসী হয় যেন মা, এটাই আমার প্রার্থনা।

সন্তান ছেড়ে অবনী পরে হয়না যেন মায়ের লয়,
মা বেঁচে থাক হাজার বছর, সারা ভূবণময়।

(রচনাকালঃ ২৮-০৪-২০০৯ ইং,
মঙ্গলবার, রাত ৯টা ১০ মিনিট)