কত শিশুর আহাজারি বাতাসে ভাসে,
পিতৃ লাশে অবুঝ শিশুর বুঝ না আসে।
টগবগে কত যুবকদের হারিয়েছে মা,
পিতাদের চোখে মুখে হতাশার আভা।
রক্তের লাল রং শুকিয়ে কালো,
অন্ধকারের পতনে ফিরবে আলো।
সোনালী সূর্যের উদয় সুনিশ্চিত,
বিজয় আসন্ন, সন্দেহ নয় কিঞ্চিৎ।
মাথায় লাল সবুজের গর্বিত পতাকা,
মনের ভিতর যুদ্ধ জয়ের প্রবল ব্যকুলতা।
বি়ভেদ নাই, এক বুলিতে মুখরিত অঙ্গন,
বিজয় মাল্য একত্রে পরবো, হবেনা ভাঙ্গন।
কতই না কবিতা লেখা হবে আজ,
কতই না কলমের কালি দিবে সাজ।
কতই না বাবারা ফিরে পাবে প্রাণ,
কতই না মায়েদের কান্নার অবসান।