আমি যখন গরু চড়াই
মাঠে ঘাটে সর্ষে কলাই
লাঙ্গল দিয়ে জমি চাষি
হরেক রকম ফসল ফলাই।
ধানের ক্ষেতে দক্ষিণা বায়
ঢেউ খেলে আর দোল দিয়ে যায়
সকাল বেলা সুরুজ ভাই
চোখের কোণে ঝিলিক দেয়।
তপ্ত দুপুর ভরা পুকুর
দুষ্ট ছেলেরা সাতার দেয়
সন্ধা হলে কেরোসিনের কুপি
মিটি মিটি আলো দেয়।
বাঁশের খুটিতে পকেট কাটি
ভবিষ্যতের জমা রাখি
দু'দিন পর পর ঝাঁকি দেই
খুটিতে বুঝি জায়গা নেই।
বাঁশের পকেট কেটে হতাশ হই
টাকা গুলো গেল কই
সন্দেহ তাই ছোট ভাই
টাকা দিয়েছি ফেলে নাই।
গায়ের মেলায় দল বেধে যাই
এক টাকাতে চার গোল্লা খাই
রঙিন ঘুড়ি রঙিন নাটাই
মাঠে ঘাটে উড়িয়ে বেড়াই।
চাচা, পাঁচ টাকার নোটের কয় টাকা দাম?
নতুন নোটের কি বেশি মান?
চাচা হেসে, নতুন পুরাতনে কিবা কাম
এক পোটলা ভাজা বাদাম।
মধুর স্মৃতি মধুর সময়
কত দ্রুত চলে যায়
সেই সময় আর এই সময়
মিল খুজে পাওয়া ভীষণ দায়।