এক দিন আমি ফানুষ হতে চাই ।
দূর নিলীমার অন্ধকারে ধ্রূব তারার ন্যায় জ্বলতে চাই ।
অতি যত্নসহকারে গন্ধকের মোড়কে,
প্যারাসুটে গড়েছো আমায় ক্ষণীকের ত্বরে ।
তোমাদের নিপুণ হাতের পরশে হৃদয়ের দহনে আনন্দ বিলাতে -
অন্ধকার ধূসর জগতে আলোক বর্তিকা হয়ে থাকতে চায় ।
দূর আকাশে ভাসতে ভাসতে শুকতারার কাছে যেতে চাই ।
জানি আমি তাচ্ছিল করবে সবাই নেই যে
আমার নিজ তেজস্বী পরিচয় ।
তবুও, এক দিন আমি ফানুষ হতে চাই ।
তোমরা দেখিবে আমায় কেমনে চলেছি
দূর সান্ধ্য আকাশে জোনাকিরন্যায় মিট মিট করতে করতে
হঠাৎ শ্বসবায়ুর শূন্যতায় ঝুপ করে পড়বো
কনো বাড়ীর ছাদে, ভোর হতে ছোটো ছেলেটি
কুড়িয়ে নেবে আমার পোড়া দহটি ।
হয়তোবা পড়বো কনো জলাশয়ে মেদেনীর সাথে মিশে,
তখন হয়তো বলবে আলেয়ারা এসো মোর সাথে ।
তবুও , একবার জেগে উঠে বলবো একদিন আমি ফানুষ হতে চাই ।