বন্ধু কারে কয় ? বিপদে যে করে উদ্ধার ,
নয়তো সে চেনা, তবুও দায় প্রাণ, হে বীর জোয়ান ।
সুখেও যে হাঁসে ভাগ করে আনন্দের অধিকার সবার সাথে ।
দুঃখেও থাকে অবিচল সদা পাশে,
যে নিঃস্বার্থে জীবন দায় বলিদান, হে বীর জোয়ান ।
আজও মানুষে মানুষে হানা হানি,
রক্তস্রোত বয়ে চলেছে রাজ পথে।
যারা নির্বিচারে গুলি চালিয়েছে শত শত প্রাণ রক্তে নিন্মজিত,
জিঙ্গাস করি তাদের কাদের বন্ধু তোমরা ?
যারা তোমাদের মাথায় প্রবেশ করিয়েছে হিংসার শপথ,
করেছে বিচ্ছেদ পিতা-মাতা, ভাইবোনদের সাথে ।
জিগাও তাদের দেখি তোমাদের বিপদের মাঝে
থাকবে কি তারা বন্ধুর মত করে ?
দিয়ে দাও প্রাণ মানব বোমায় ধর্মের ধ্বজা তুলে ।
তোমরা নয় বীর শহিদের বড়াই করো
তোমাদের কাজে গর্ভের সাথে ।
তোমরা সত্যিকারের কাপুরুষ ধর্মের কালো ইতিহাসে ।
যে পথে প্রতিদিন চলেছিলে বন্ধুর পাশাপাশি,
খয়েছো, ঘুরেছো শৈশব হতে যৌবনে ।
তাকেও চেষ্টা করে যখন পারলে না নর পীশাচ করতে
তখন তাকে হত্যা করলে তাঁরি অজান্তে ।
হে কুলাঙ্গার পীশাচের দল চালাও গুলি
যতখুশি দেব প্রাণ অবলীলায় ।
আমরা যে হলাম ভারত মাথার বীর জোয়ান বন্ধু ।
করেছি যে অঙ্গীকার জীবন দিতে সেই পরাধীন
ভারত মাতার লোচন মোচন হতে ।
সেলাম বন্ধু সেলাম রইল আকুণ্ঠ পার্থনা আত্নার শান্তি কমনায় ।