আমি একটি ছোট্ট দেশলাই বাক্স ।
পিচবোর্ডের তৈরী, রঙ্গিন ছবির মলাটে মোড়া ।
দুইধারে দুই বারুদপীঠ , মধ্যে পাঁজোর শলাকা ,
ডগায় আছে হৃদযন্ত্র ঘর্ষণেই আলোর স্ফুরন ।
আছি আমি সবার ঘরে ঘরে, সবার অন্তরের মাঝে ।
ছিলাম নয়তো আমি এ-রূপে প্রস্তরখণ্ডে ।
সেদিন তোমারি জ্ঙানে হয়েছিলাম মহীয়ান ।
কুহেলিকাকে চ্ছিন্ন করে এসেছিলাম তোমারি হাত ধরে,
পরম তৃপ্তিতে মানুষেরই সেবার কাজে ।
হয়েছিলাম দীপ্তিমান নবজাগরণের পথে ।
তবু, যান নত শির তোমাদের জ্ঙানের কাছে ।
আজ আমারই হৃদয় দহনে তোমরাই মহীয়ান
যেদিন তোমরা ছুঁড়ে দিয়েছিলে পরম ঘৃণা ভরে ,
হিংসা ও বিদ্বেষে গোদরার রেলে ।
সেদিন পুড়েছিলো শত শত প্রাণ, আমারই চিতা "পরে,
কেঁদেছিলাম আমি সহস্রো বীনিন্দ্র রা এি জাগরণে ।
আজও ভয় পাই তোমাদেরই অশুভো কাজে ।
ফিরে যেতে চাই পরম দুঃখে নবপ্রস্তর যুগে ।