কে তুমি?
কোথায় থাকো তুমি?
সহসা উদয় হও আবার বিলীন হয়ে যাও ।
নিদারুণ কষ্টে দেখেছিলাম মাত্র
আঁখির ন্যায় দুটি অক্ষি
সমুদ্র ভেবে খুব আশা নিয়ে
গিয়েছিলাম তার কাছে,
আমাকে ফিরিয়ে দিল ।
বলল, পাহাড়ের কাছে যাও,
ক্লান্ত শ্রান্ত সেই আমি
গিয়েছিলাম পাহাড়ের কাছে,
পাহাড় আফসোস করে বলল,
আমি ধরে রাখতে চেয়েছিলাম
কিন্তু সে যে কোনও বন্ধনে আবদ্ধ নয়
ছুটে বেরিয়ে গেল।।
খুঁজতে খুঁজতে এবারে গেলাম কাশফুলের কাছে
জানতে পারলাম এসেছিল ঠিকই,
কিন্তু দুটি কাশফুল নিয়ে আবার বেড়িয়ে পড়েছে
অবাক হয়ে কাশফুলকে প্রশ্ন করলাম
কি করবে সে কাশফুল দিয়ে?
উত্তরে বলেছিল, ঐ যে ওখানটায় বস্তিতে
দুটি ছোট্ট মেয়ে ,কাশফুল খুউব পছন্দ করে
ওদেরকেই দিবে হয়ত।।
হাঁটতে হাঁটতে আমি যখন তৃষ্ণার্ত
হঠাৎ বৃষ্টি এসে আমায় ভিজিয়ে দিল
বৃষ্টিকেও জিজ্ঞেস করেছিলাম
এসেছিল সে তোমার কাছে ??
বলল , এসেছিল তো বটেই
দেখছনা চারিদিকে প্রকৃতি কেমন উজ্জীবিত
কতটা সতেজ, সজীব হয়ে উঠেছে ...
কিন্তু আমি দেখতে পাচ্ছি না কেন ??
ওরে বোকা ,
আমরা কেউই তো তাকে দেখতে পাই না
শুধু তার অস্তিত্ব অনুভব করি ।
তোমার ভালবাসার গভীরতা বাড়াও
তার অস্তিত্ব তোমার চোখের মণিকোঠায়
আপনাতেই ধরা দেবে ......।।