এত মেনে নিতে হবে কেন ?
আত্মবিস্মরণ ক্রমান্বয়ে বাড়ছে বলে
চিন্তার বিকাশ ঘটছে না কেন ?
চেতনার বিকাশ ঘটছে না কেন ?
পদ্ধতির জটিলতা কিংবা অন্তঃসারশূন্য তাৎপর্য
এত মনস্তাত্ত্বিক বিভাজন কেন?
এত ভেদাভেদ কেন ?
অনুচিত এবং উচিৎ এই দুয়ে র পার্থক্য কি ?
মৌলিক শিক্ষার অভাব বলে
পাপ কি?
পরিবর্তন কি?
বিবর্তন কি ?
বিকৃতি কি ?
এই কে তুই ?
এত প্রশ্ন করিস কেন?
কে নির্ণয় করতে বলেছে এগুলো তোকে?
ধুর ছাই
কি সব ভাবি আমি
আগাগোড়া পাগল আমি
অর্ধেক, অপ্রতিভ, অনুজ্জ্বল এই চিন্তার মূল্য কোথায় ??