অনুভূতিতে তুমি
অস্তিত্তে তুমি
নিউরনে তুমি ,
করোটিক স্নায়ুতে শুধু যে তুমি।
ছোট্ট খুকির নির্মল হাসি সেত তুমি ,
বৃদ্ধ দাদুর চোখের অশ্রু সেওত শুধুই তুমি ।
কাজলা দিদির সিঁথির সিঁদুর সেত তুমি,
রোকেয়া আপুর হিজাবে সেওত শুধুই তুমি ,
উইলিয়াম কেরির তৈরি সাজানো বাগান সেত তুমি ,
গৌতম দাদার আরাধনা সেওত শুধুই তুমি,
তুমি , তুমি, তুমি- শুধু যে তুমি।।


নদীর মোহনা সেত তুমি ,
গাংশালিকের ঝাঁপটা ডানার সৌন্দর্যে সেত তুমি ,
সমুদ্রের গভীরতায় সেত তুমি,
পাহাড়ের বিশালতায় সেওত শুধুই তুমি ,
তুমি , তুমি, তুমি- শুধু যে তুমি।।


দিন-মজুরের চারটে ডাল ভাতে সেত তুমি,
ধনী বাবুদের দামী খাবারে সেওত তুমি,
বস্তীর ঘিঞ্জি গলিতে সেত তুমি ,
হোটেল বুর্জ খলিফার প্রেসিডেন্ট স্যুইটে সেওত তুমি ,
তুমি , তুমি, তুমি- শুধু যে তুমি।।


জোনাকির মিটি মিটি আলো সেত তুমি,
সাত রঙের রংধনু সেত তুমি,
বিকেলের মিষ্টি রোদ্দুরে সেত তুমি,
মায়ার বাঁধন সেত তুমি,
ক্রোধের আক্রোশ সেওত তুমি ,
কালবৈশাখী ঝড়ে সেত তুমি,
ইন্দোনেশিয়ার সুনামিতে সেওত তুমি,
তুমি , তুমি, তুমি- শুধু যে তুমি।।


জন্ম থেকে জন্মান্তরে সেত তুমি ,
যার কোনও শেষ নেই সেত তুমি
তুমি , তুমি, তুমি- শুধু যে তুমি।।

তবে বলনা তুমি, কেন এত অসত্য ?
মিথ্যাচার, পাপাচার, ছলনা, নোংরামি??
তুমিত পরশ পাথর
দাওনা তুমি সেই কাঙ্খিত স্পর্শ
যে স্পর্শে মহাবিশ্ব হবে কলংকমুক্ত।।