আমি সমুদ্রকে কাঁদতে দেখেছি
দেখেছি তীব্র যন্ত্রণায় কাতর হয়ে পাহাড়ের বুকে আছড়ে পড়তে,
ক্ষণিকের জন্য ভালবাসার আরতি আমায় অভিভূত করেছিল,
তাই প্রশ্ন করেছিলাম বলতে পার কে আমি?
উত্তরে বলেছিল, সমুদ্রের কাছে যাও ।।
গভীর সমুদ্র পথে একাকী হেঁটেছি,
অনেক সখ্যতা গড়ে উঠার পর সমুদ্রকে একি প্রশ্ন করলাম
উত্তরে বলেছিল, পাহাড়ের কাছে যাও ।।
দীর্ঘ দশ মাস পাহাড়ের গুহায় ধ্যান করেছি
ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম এবার তো বল আমি কে ?
উত্তরে বলেছিল, গভীর অরণ্য তোমার জন্য অপেক্ষা করছে উত্তর পাবে।।
বছর খানেক গভীর অরণ্য এর ছোট্ট একটি কুটিরে ছিলাম
বেশ খানিকটা ভালো মিতালী ই হয়েছিল প্রকৃতির সাথে
সহসা বলেই ফেললাম বলতে পারো সহেলী কে আমি ?
মুচকি হেসে বলেছিল, নক্ষত্রের কাছে যাও ঠিক বলে দিবে।।
রাতের পর রাত আমি নক্ষত্র দেখি
আশায় বুক বাঁধি
একদিন নক্ষত্র আমায় ঠিক বলবে কে আমি...।
.....................
সহসা একদিন হয়তবা ঘুমের ঘোরে
দেখলাম নক্ষত্র আকাশ থেকে অনেকটা মর্তে নেমে এসেছে
আমার ছোট্ট কুটির তীব্র আলোকছটায় পরিপূর্ণ
আমায় কেউ একজন বলছে, “তুমি যা আমিও তাই”