স্বপ্ন তোমায় দিলেম আজকে ছুটি
হোক না শুরু আবার শুরু থেকে
সোনার মহল ছাড়তে হবে - বেশ তো ছাড়লাম না হয়
ধুলি-বালি গায়ে মাখতে হবে - বেশ তো মাখলাম না হয়
কঠিন বাস্তবতা গ্রাস করবে তোমাকে - ও আচ্ছা করুক
মায়ার বাঁধন, স্নিগ্ধতা ছিন্ন করতে হয় যদি - তাতেও পিছপা হব না
ভেবে বলছত এখনও সময় আছে,
ভেবে দেখবে আবার একটু ,
নাহ ভাবনার অস্তিত্তের অবসান হোক,
এবারে আমি দৃঢ় প্রতিজ্ঞ।
আর কত !!!
অনেকতো হল এবারে নিরন্তর শান্তি চাই।
যেখানে এসে মিলেছে নিরন্তর শান্তি, পবিত্রতা আর ভালবাসা ।