নির্বাক এই পৃথিবী
এখনও তোমারই অপেক্ষায়,
তুমি কি সাড়া দেবে না ?
আবির্ভাব হও না তুমি, একটু পরশ পাথর হয়ে
ঘুণে ধরা, রঙ চটা এই সমাজে ।
কোথায় সেই স্পর্শ ,
যে স্পর্শে খুদার্ত মানুষগুলো আর থাকবেনা না খেয়ে,
কোথায় তোমার সেই স্পর্শ
যে স্পর্শে শুকনো মাটি ভেদ করে উঠবে উর্বর ফসল,
কৃষক ভাইয়ের মুখে ফুটে উঠবে হাসির রেখা।
তোমার স্পর্শ দাও
থেমে যাক বন্যা, সুনামি , কালবৈশাখী
মানুষ আবারও আশা ভালবাসা নিয়ে
বাঁচতে শিখুক তার স্বপ্ন রাজ্যে
কোথায় সেই মায়াবী পরশ ছোঁয়া
যে ছোঁয়ায় দূর হয়ে যাবে
সকল গ্লানি , জড়া , দুঃখ - দুর্দশা
আর কত?
এবারে তুমি জেগে উঠো
তোমার মায়াবী স্পর্শে আমাদের আলিঙ্গন কর
প্রাণীগুলো আর একটিবার প্রাণী থেকে মানুষ হয়ে উঠুক।।