বিদায় বেলায় বন্ধু
ধরবে কি তুমি
হাত দুটি আর একবার  ।
পড়বে কি মনে
হৃদয়ের হাহাকার,
বিদায় বেলায় বন্ধু
ভাববে কি তুমি আর একবার
বেঞ্ছিতে বসে সেই কাটাকাটি খেলা,
পাশাপাশি চোখাচোখি
সেই খুনসুটির মেলা ।
বিদায় বেলায় বন্ধু
পড়বে কি মনে
ভালবাসার কথামালা ।
পড়বে কি মনে
বিন্দু বিন্দু করে গড়ে তোলা
ভালবাসার অশ্রু ভেজানো গাঁথামালা ।
বিদায় বেলায় বন্ধু
পড়বে কি মনে
নীল খামে লিখা
ভালবাসার স্মৃতিমালা ।
পড়বে কি মনে
রাগ ভাঙ্গানো সেই দিনটির স্মৃতিকথা ,
পড়বে কি মনে
নীল শাড়ির আঁচলে
ছোট্ট হাতে লুকিয়ে রাখা একটি প্রস্ফুটিত গোলাপ ।
বিদায় বেলায় বন্ধু
ধরবে কি তুমি হাত দুটি আর একবার,
বলবে কি তুমি আর একবার
তোমার চোখ দুটি এত লাল কেন ,
বলবে কি তুমি আর একটিবার
ভালবাসি ভালবাসি - এখনও ভালবাসি.........।