জীবনের নাট্যমঞ্চে
এ কেমন চরিত্র
নির্বাক, সবাক সকল চরিত্রেই
কঠিন দাপট।
অনবদ্য সংলাপ কিংবা দীর্ঘ প্রস্তুতি ছাড়াই
মুখাভিনয়ে বিশেষভাবে পটু।
দিনরাত্রি দুঃখ - সুখের অভিনয় শেষে
নতুন চরিত্রে নীড়ে পদার্পণ
আবারও কিছু মুখস্থ সংলাপের বারংবার উচ্চারণ
ক্ষণিকের জন্য আবারও সুখী হওয়ার অনন্ত প্রচেষ্টা ।।
এভাবেই কালের পর কালের পরিক্রমা
অন্তিমকালে স্পন্দনের তীব্র আলোড়ন
ঠিক পূর্ব মুহূর্তের অনুভূতি
ভবিষ্যতের মঞ্চে
সফলতার সাথে অকৃতকার্যতা
ব্যর্থ নিঃশ্বাসে ধরণী ত্যাগ
পড়ে থাকে চোখের কোণে দু ফোঁটা অশ্রু।