সব হাসি যে শুধু আনন্দেরই বহিঃপ্রকাশ
এটা ভাবা কি ঠিক বল ?
কিছু হাসি যে কষ্টেরই আরেকটি রুপ
তা কি তুমি বুঝো না ।
না না , হতেই পারে না
তুমি ঠিকই বুঝো
আর একটু বেশি বুঝো বলেই
হয়ত তুমি বুঝতে চাও না  ।
আচ্ছা বুঝা-বুঝি বাদ
এবারে চোখ খোলো  ।
এত ঘন পাপড়িতে ঘেরা চোখে ,
আমার চোখ বারে বারে আটকে যায় যে ,
তা কি তুমি বুঝো না ?
মেঘবালিকা
তুমি চোখ খুলবে না এইতো !
বেশতো অই চোখের ছায়াতলে,
আমায় আশ্রয় দাও ,
আমি নিরন্তর অন্তবিহীন ঐ পথে হাঁটতে চাই ।