অশ্রুসিক্ত দু নয়নে
দেখি শুধুই আঁধার,
আলো যখন আলেয়া
আঁধারের মুখে তখন হাসির রেখা ।
হেসো না তুমি
আমাতেও আঁধার তোমারই মত
ভগ্ন এ হৃদয়ে আজ শুধুই নিরাশা
আলো -আঁধারে বয়ে চলেছি,
শুধু যে দুঃখের ভেলা ।
নীল ভালবাসায় রাঙিয়ে দিও
আমার এ জীবন ভেলা ।
যদি কারও প্রাণে আমি
দিয়ে থাকি কোনও জ্বালা ,
ক্ষমা করে দিও আমায়
শেষ বিদায় বেলা ।
ক্ষমা করে দিও তুমি
শেষ বিদায় বেলা......।