অনন্ত নক্ষত্রবীথি তুমি,
মিটিমিটি করে জ্বলতে থাক,
ভালোবাসা তেমনি করে মিটিমিটি জ্বলে,
তুমি যেমনি করে আলোর বিচ্ছুরণে
ভালবাসার আকাশকে রাঙিয়ে তুলো
আমিও তেমনি করে ভালবাসাকে রাঙিয়ে দেই,
কখনও কবিতা হয়ে,
কখনও রঙ তুলির আঁচড়ে,
হয়তবা কখনও স্রোতস্বিনী নদীর প্রতিটি স্রোতের মাঝে,
কখনওবা নীল রঙের খামে ভালোবাসার অশ্রু ভিজানো অনুভূতিতে !!
হ্যাঁ আমি দেয়ালের ওপারেই আছি
খানিকটা কান পাতলেই শব্দ শোনা যায়
কাল থেকে কালান্তরে
অনুভূতির ভাবাবেগের তীব্রতা ক্রমশ বর্ধমান
হ্যাঁ সত্যি আমি এখনও আছি
এ পাড়ে ওপাড়ে দুই পাড়েই আছি ।। তুমি দেখে নিও ।।
হাত ভর্তি স্বচ্ছ জল তবুও স্পর্শ করা যায় না!!!