প্রায় এক যুগ হল তোমায় কিছু দেয়া হয় না ,
তোমায় আজ কিছু দিতে চাই,
নিবে তুমি ?
কি নিবে অন্ধকার নাকি আলো ?
পছন্দ হচ্ছে না
বেশ তো তাহলে বল সুখ নাকি কষ্ট ?
হরেক রকম কষ্ট আছে আমার কাছে
তোমার কোনটা পছন্দ ?
আয়নার সামনে গিয়ে দাঁড়ানোর কষ্ট
চোখের কষ্ট মনের কষ্ট
না বলা কথার কষ্ট
ভালবাসার কষ্ট, তুচ্ছতার কষ্ট
ঘৃণার কষ্ট , কষ্ট পাওয়ার কষ্ট
বরফ গলা নদীর কষ্ট
মরুভূমির কষ্ট
আলোর ভিতরে অন্ধকারের কষ্ট
অন্ধকারের ভিতরে উঁকি দেয়া নিছক আলোর কষ্ট
শিশির ভেজা ঘাসের কষ্ট
সাদা মাঠা মানুষটির তিলে তিলে পুড়ে নষ্ট হবার কষ্ট
ওহ আমিতো ভুলেই গিয়েছিলাম
সেত তুমি শুধুই তুমি
তুমি কেন কষ্ট নিতে যাবে ?
কষ্ট নিতে তো তুমি অভ্যস্ত নও
কষ্টের অবগাহন
সেত একমাত্র আমার অধিকার
তারচেয়ে সেই ভাল
তুমি সুখের সুধা পান কর,
সুখ তোমায় ছেয়ে রাখুক আজীবন
নাহ আমায় নিয়ে ভেব না ...
আমার সব কষ্ট
বছরের পর বছর জমে ফসিল হয়ে গেছে
আমার কাছে সেই ফসিল
এক অনন্য অনবদ্য সুখ
আমি সেই কষ্ট নামক অনন্য অনবদ্য সুখের রাজ্যে নিরন্তর বিচরণ করি.........।।