সুনয়না
আসলে তুমি কি ?
নীল জোছনা ?
অরণ্য রেখা, নাকি আলোর সাগর ?
তুমি কি পাহাড় থেকে নামা ঝর্ণাধারা ?
আমি দারুভুত! বুঝি না তাই হয়ত ।
সুনয়না
তোমার দৃষ্টি তুমি কাউকে দিওনা ।
চোখের পাপড়ি কেঁপে কেঁপে রাত্রি বাড়ে
জমে থাকা কষ্টের রক্তিম আভা গাড় হতে থাকে।
সুনয়না
বিষন্নতা নিয়ে আমার চোখ তোমার নক্ষত্রপূঞ্জ খোঁজে
নীল নয়না
সবুজ চায়ের গন্ধে আমি উন্মনা
বৃষ্টি নেমে আসে চোখের পাপড়ি ছাপিয়ে
তোমার উঠোনেই পড়ে থাকে হেলায় - বিরামহীন বৃষ্টির জল
মেঘবালিকা
তুমি দেখে নিয়ো আমার বৃষ্টির জল তোমার উঠোনে পড়বেই ।
নীল জোছনা
আর কত ??
এবারে চোখ খোলো
এত অসহ্য সুন্দর চোখের সৌন্দর্য আমি আর নিতে পারছি না ।