প্রতিটি রাতেই অস্ত্র হাতে নিতে ইচ্ছে করে,
কখনও হয়ত পারি, কখনওবা পারি না ।
অস্ত্রের বুলেটখানি শক্ত দেয়াল ভেদ করে না কখনও,
পারে না মানুষ খুন করতে,
অস্ত্রের বুলেট তরল পদার্থের ,
কখনও নীল রঙে আবার কখনওবা
কালো রঙে আবির্ভূত হয়।
একদা গহীন রাতে অস্ত্রকে জিজ্ঞেস করেছিলাম,
জীবনের উদ্দেশ্য কি বন্ধু তোমার ?
উত্তরে বলেছিল,
" বুলেট দিয়ে তাদেরকেই আঘাত করতে চাই,
যাদের মস্তিষ্কের নিউরন সেলগুলি অকার্যকারী হয়ে আছে।
বুলেটের আঘাতে তাদেরকে
প্রাণী থেকে আর একটিবার মানুষ করে তুলতে চাই।"
খানিকটা কৌতূহলী হয়ে আবার জিজ্ঞেস করলাম,
তুমি কখনও নিরাশ হও না !!
উত্তরে বলেছিল,
নিরাশ হবো কেন
জানিত আমি আঁধারের পরেই আলো,
ঠিক যেমনটি জানি
আজকের ভ্রূণ কালকের প্রতিবাদ
পরশু তারই বিস্ফোরণ
কালের পর কাল
নিরন্তর তারই প্রতীক্ষায় ......।।