বসে আছি আমি একা নিরালায় ,
বন্ধু তোমারই কথা ভাবি এ নিঃসঙ্গতায় ।
নীল স্মৃতির ডায়েরীটা হয়ে গেছে পুরনো ,
তবু অনুভূতিগুলি হয়নিত মলিন ।
পথে যেতে যেতে পরিচয় ,
ধীরে ধীরে দুটি মন বিনিময়
তারপর কেটে গেছে বারটি বছর ।
বন্ধু রেখেছ কি মনে আমায় ,
আমারই মতন করে !!
তোমার স্মৃতিচিহ্ন
আমায় যে পিছু ডাকে,
নীল খামে লিখা ভালবাসার চরণখানি
আজও তো হয়নি ফিকে ,
ভুলে কি গিয়েছ তুমি ,
কতটা পথ হেঁটেছিলে
দুটি চোখ এক বিন্দুতে মিলবে বলে ।
ওগো বন্ধু,
সেই চোখ এখনও নিঃসঙ্গ গ্রহচারী হয়ে
রাতের আকাশে তোমারই প্রতীক্ষায়
অন্তহীন কালের পথে ছুটে চলেছে ...।।