জানি তুমি অনেক দূরে
ক্ষতি নেই, তাতে
ভালবাসা বিন্দুমাত্র কমেনি
একদিন সহসা খানিকটা অভিমানী হয়েই বলেছিলে
এতই যদি ভালোবাসো
আজ পর্যন্ত সাহস করে হাতটাই ধরতে পারলে না
কিন্তু তুমি হয়ত জাননা
আমি তোমাকে প্রতিনিয়ত স্পর্শ করি
ছায়া হয়ে যেমনি আমি আছি
ঠিক তেমনি ছায়াই না হয় পূর্ণ করুক স্পর্শের অপূর্ণতা
এ স্পর্শ অনুভবে, হৃদয় থেকে হৃদয়ের গহীনে
হৃদয়ের কালি দিয়ে লিখে দিলাম আমার কবিতা
ভুলে যেওনা আমার অশ্রু মিশানো ললিতা
স্বপ্নগুলো না হয় বেঁচে থাকুক ছায়াময়ি স্পর্শ হয়ে
এ পার থেকে ও পারে ।।
পুনশ্চঃ মনে করে ভুলে যেতে ভুলনা