মনে পড়ে ,
শুধু তোমাদেরই মনে পড়ে,
কিভাবে ভুলে যাব আমি তোমাদের স্মৃতি।
পরতে পরতে গাঁথা স্মৃতির সাক্ষী হয়ে আছে
সেইসব দিন রাত্রি ।
হঠাৎ করে কেউ আর দরজায় করা নাড়ে না ,
নাম ধরে ডাকে না ।
তবুও মাঝরাতে হঠাৎ যখন ঘুম ভেঙ্গে যায় ,
মনে হয় সেই চেনা শব্দে কেউ যেন আমায় ডাকে ।
এ ঘর থেকে ও ঘরে
কতই না হত যাতায়াত ,
ঘর ও যাতায়াত আছেত আগেরি মতন,
নেই শুধু সেই অনুভুতি,
শুধু তুমি নেই বলে , শুধু তোমরা নেই বলে ।
আমি চূড়ান্ত নির্লিপ্ত ,
চূড়ান্ত উদাসীন,
মায়াজাল নিরন্তর ছিঁড়ে ফেলে চলি আনমনে অজানা গন্তব্যে।
তবুও, মনের কোথায় যেন নির্মল নিখাদ ভালোবাসা রয়েছে ,
শুধু তোমারি জন্য ,
শুধু তোমাদেরই জন্য।
ভাল থেক তুমি ,
ভাল থেক তোমরা ।