নির্জন উপত্যকায় আমি একাকী
গ্রীষ্মের প্রখর সূর্য তাপে আমি বিচলিত হই না
বৈশাখী ঝড় দেখে আজ আর ভয় পাই না
শ্রাবণের বারিধারায় আমার কায়া সিক্ত হয় না
শরত - হেমন্তে কাশফুলের স্পর্শ আমাকে উদ্বেলিত করে না
ঘাসের উপর পড়ে থাকা বিন্দু বিন্দু শিশিরকনা আমাকে আকর্ষণ করে না ।।
ফাগুনের অনিন্দ্য সৌন্দর্য আমাকে মুগ্ধ করে না
প্রজাপতির বাহারি রঙের ডানা আমাকে আগের মতো কাছে টানে না
ঘন কুয়াশার হিমশীতলতা কিংবা সমুদ্রস্নাত দক্ষিণের শীতল সমীরণের পরশ
আমাকে শিহরিত করে না ।
রঙধনুর সাত রঙ আমাকে আগের মত রাঙিয়ে তোলে না
গোধূলি লগ্নে আকাশের সৌন্দর্য আমাকে বিমোহিত করে না
নক্ষত্রের মিতালীতে আমি আর আচ্ছন্ন হই না
বৃষ্টিস্নাত শেষ বিকেলের মিষ্টি আলোয় প্রেমিকার ডাকে আমি ব্যাকুল হই না ।।
নিস্তব্ধতা আমাকে নিয়ে ছুটে চলেছে
কাল থেকে কালান্তরে
এপার থেকে ওপারে
নিরবিচ্ছিন্ন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় হঠাৎ অনুভব করি
কেউ একজন বলছে কে তুমি ???
আমি উত্তর খুঁজে পাই না
শুধু শুধু বিড়বিড় করে বলতে থাকি
দুরন্ত বেগে ছুটে চলাই শুধুমাত্র বেঁচে থাকা নয় হে পথিক !
নিস্তব্ধতারও গতি আছে বৈকি
ওরে ও কালবৈশাখী,
সেওত নতুন এক বৈশাখী ............