চোখের পাপড়ি কেঁপে কেঁপে রাত্রি বাড়ে,
অনুভূতিহীন শূন্যতায় হঠাৎ আলোর বিচ্ছুরণে কৃষ্ণগহ্বর বিচলিত হয় না ,
জমাট বাঁধা কষ্টের রক্তিম আভা গাড় হতে থাকে ,
লেগে থাকে চোখে, গালে ও দুটি ঠোঁটে।
জানি সে চলে যাবে দিনের আলোর শেষে ,
আবার ভালবেসে ধরা দেবে রাতের আকাশের সন্ধ্যা তারায়
হয়তবা জোনাকির ক্ষীণ আলোয়।
হুম আমি জানি চলে যাওয়া মানেই প্রস্থান নয় ।
বেঁচে থাকুক ভালবাসা ,
ফোঁটা ফোটা মেঘের জল এক পশলা বৃষ্টি হয়ে ভিজিয়ে দিক তোমার অধরা,
জেগে উঠুক আরেকটি নতুন বসন্ত ।।