তোমার মনের ক্যানভাসে
আমার জন্য একটু জায়গা হবে ,
আমি সেখানে ভালবাসার বীজ রোপণ করবো।
নাহ আমি জ্বরের ঘোরে প্রলাপ বকছিনা,
ঘুম জড়ানো চোখে পাগলামো করছিনা,
বলছিনা আমাকে তোমার ভালবাসতেই হবে,
শুধু তোমাকে না হয় ভালবাসার অধিকারটুকু দিও ।

হলুদ শাড়ি পরে তুমি যেদিন
সরষে ক্ষেতের ভিতর দিয়ে হাঁটছিলে,
ভেবেছিলাম আমার এ দুটি চোখ
আর যদি কখনও কিছু না দ্যাখে ক্ষতি নেই ,
কারণ পৃথিবীর সমস্ত সৌন্দর্য এইমাত্র ছুঁয়ে গেছে আমার চোখে।
বলছিনা আমাকে তোমার ভালবাসতেই হবে,
শুধু তোমাকে এভাবে দেখার অধিকারটুকুন দিও।

নীল শাড়ি পরে খোলা চুলে
তুমি সেদিন ছাঁদে দাঁড়িয়েছিলে ,
তোমার চুলগুলো এলোমেলো বাতাসে
প্রকৃতির সাথে খেলা করছিল ,
তোমার অই নিষ্পাপ চোখদুটি
আমায় দেখেছিল কিনা জানিনা,
তবে আমি শত সহস্র আলোকবর্ষ দূরে থেকেও
আমার মনের ক্যানভাসে
তোমার অই ছবি এঁকেছি
ভালবাসার রঙিন চাদরে ।
বলছিনা আমাকে তোমার ভালবাসতেই হবে,
শুধু আমার মনের ক্যানভাসে
তোমার ছবিটুকু রাখার অধিকারটুকু দিও ।।