কুড়িয়ে দিয়েছিলাম তোমায় আমি,
একটি ফুল,
নাম তার শিউলি।
মনে পরে তোমার
আমি কিন্তু ভুলিনি ।
খানিকটা আশ্চর্য হয়ে মুচকি হেঁসেছিলে তুমি,
তুমি বুঝতে পারনি আমি জানি,
বলেছিলে, কেন তুমি এত উন্মনা !
আলতো ছোঁয়ায় শিউলির ঘ্রান নিতে নিতে বলেছিলাম,
দুঃখহীন, দাগহীন এ হৃদয় আমার ,
অনুভবে যখন শুধু তুমি এবং তুমি ।
সেই অনুভবেই আজও
তোমায় ভাবি দিবস রজনী।
একটুকুও বিকিয়ে দেয়নি
আজও আগলে রেখেছি সেই আগেরি মতন ।
চলে গেছ তুমি,
আমি আছি জীবনের কাছাকাছি, পাশাপাশি।
আয়ত্বে রাখা ভালবাসা
এখনও দেয়নি নিঃশেষ হতে।
দেবনা নিঃশেষ হতে যতদিন
শিউলি হয়ে ঘ্রান বিলিয়ে যাবে ।