এসো বারান্দায় গিয়ে বসি,
কিংবা খোলা জানালার দু ধারে,
খোলা আকাশের নিচে অথবা নদীর বাঁকে হলে
হয়তবা আরেকটু ভাল হয়,
যেখানে নেই কোনও নোংরা প্রতিযোগিতা, সংঘর্ষ,
যেখানে থাকবেনা বাতাসে লাশের গন্ধ ।।
সেখানে কান পাতলেই শুধু শোনা যাবে হৃদস্পন্দন
ছুঁয়ে দেয়া যাবে দুঃখ গুলোকে
যেখানে স্বপ্নিল রঙে সবাই বিভোর
হোক তা সুখ কিংবা কষ্টের
যেখানে খানিকটা নিভৃতে নির্মিত হবে
প্রত্যেকের স্বপ্নে আঁকা নির্মল আকাশ
ভেসে উঠবে তোমার প্রতিচ্ছবি
হয়তবা তোমারই মত বিষণ্ণ সুন্দর কিংবা সাত রঙে আঁকা রংধনু ।।