একটি মেয়ে
নাম তার বৃষ্টি ।
চোখে যার কাজল নেই,
তবুও কালো, গভীর এক সমুদ্র,
যে চোখে ডুবে যেতে ইচ্ছে করে,
মন হারিয়ে যায় সঙ্গোপনে।
রৌদ্র ঝিলিমিলি
কোনও এক পড়ন্ত সকালে
জানালায় উঁকি দেয়
নীল পর্দাটা আলতো হাতে সরিয়ে ,
তৎক্ষণাৎ অনুভূতির বিচ্ছুরণ হয়
হৃদয়ের গহীন থেকে ।
ভেবেছিলাম তোমাকে নিয়ে লিখবো
কয়েকটি পঙক্তি ,
এলোমেলো কিছু কথা ।
সহস্র মেঘের শুভ্রতা নিয়ে
হঠাৎ আলোলিকার আবির্ভাব ।
ছুঁয়ে যায় নাড়িয়ে যায়
এই মনের অনুভূতি ।
তাই মন্ত্রমুগ্ধ হয়ে নিজের অজান্তেই
ক্ষণে ক্ষণে বলে উঠি
আজও যদি এক চিলতে রোদ না আসে,
তবে জানবে,
সূর্য কখনো হারায় না,
শুধু মেঘের মাঝখানে
একটু আড়াল হয়ে যায়,
আর তার পরে,
শোনা যায় নতুন এক গান ।
বৃষ্টিরও একটা ভাষা থাকে,
একটা সুরের মতো,
যতটা ঝিরঝির,
ততটাই শক্ত।
তবে, তুমি আসবে বলে,
আকাশ আজও ভিজে যাবে,
তোমার নাম শোনার অপেক্ষায়।
শুধু তুমি দেখা দেবে বলে
সূর্যটা আবার মুখ ঢেকেছে
কৃষ্ণ মেঘের আঁচলে
দেখা হবে, দেখা হবে ,
সত্যি দ্যাখা হবে....... ।