আমিত কবি নই,
কিংবা কোনও কথা সাহিত্যিক নই
আমিত জগতের রূপ-রস-গন্ধ-স্পর্শ-শব্দ কে
স্নিগ্ধ ছন্দোবদ্ধ তনু-শ্রী দান করতে পারি না ।।
কবি বেদনাকে আস্বাদ্যমান রস-মূর্তি দান করেন
আমিত তা পারি না ।
আমার হৃদয়ে চিন্তা ও অভিজ্ঞতার কোনও সারবত্তা নেই
আমার হৃদয়ে জগতের নব নব কাব্যবিকীরণ কখনই ঘটে না,
অকথ্য দৈহিক ও মানসিক যন্ত্রণাকে সাথে নিয়ে
আমিত অকুণ্ঠ বিশ্বাসবোধ রচনা করে ক্রমশ সামনে অগ্রসর হতে পারি না ।
দোহাই তোদের আমায় তোরা কবি বলিস না
আমি আগে মানুষ হতে চাই,
আজত মানুষ হতে পারিনি
আগে মানুষ হই তারপর না হয় ভেবে দেখব।।
হ্যাঁ আমি একটা তবু কিছু হতে পেড়েছি
এই যেমন ধর ,
রাস্তায় কোনও মাকে কারা যেন মারছে
আমি সেখানে অবলীলাক্রমে মোবাইল এ ভিডিও ধারন করতে পারি।
আবার ধর কোনও বোনকে কেউ হয়ত উত্তক্ত করছে
আমি সে অবস্থাতেও মোবাইল এ ভিডিও ধারন করতে পারি।
আবার মানুষের কষ্ট দেখে আমি না কখনই বিচলিত হই না
আমি সেখানেও মুখ টিপে টিপে হাসতে পারি
কিংবা মন চাইলে বা একটু সুযোগ পেলে ওদের দলে ভিড়তেও
কখনই কুণ্ঠিত বোধ করি না।
এই আমি যা হয়েছি তা হল বাংলাদেশ
আমি লজ্জিত, আমি এমন বাংলাদেশ বলে।।
হে মা, হে বোন - আমায় তোরা ক্ষমা করিস
আমি আজও মানুষ হতে পারিনি ।