অপরাজিতা
দ্যাখো না তাকিয়ে আকাশ পানে,
মেঘগুলো আজ সেজেছে অনন্ত রুপে
নীলাভ শুভ্রতায় ছুটছে তোমার পানে,
আঁধার ভেঙ্গে
পূর্ণিমার চাঁদটা আজ হাসছে তোমায় দেখে ,
ঐ যে দূরের কাশবন
শুদ্ধ শুভ্রতা নিয়ে ডাকছে তোমায় হাতছানি দিয়ে ।
শিশির ভেজা ঘাসগুলি আজ অপেক্ষমান
তোমারই পরশে ধন্য হবে বলে ,
পাহাড়ি ঝর্না ধারা বয়েই চলেছে
মিলবে বুঝি আজই তোমারই মোহনায় ,
সীমাহীন নীল সমুদ্র জলরাশি
সেওত তোমারই আশায় আজ অপেক্ষমান
তোমায় ভিজিয়ে ধন্য হবে বলে ।
তুমি কি অনুভব করতে পারছ ?
আজিকের প্রকৃতির এই অনন্য রূপ
শুধু তোমারই জন্মদিন বলে ।
সেদিনের তোমার ভালবাসার ঐ ছোট্ট বন্ধুটি আজ রিক্ত
তাই হয়ত বিশেষ কিছু দেবার নেই আমার ।
ভাবতেও পারিনা সুনীলের মত করে ১০৮ টি নীল পদ্ম দেবার কথা ,
শুধুই এলোমেলো কথার ফুলঝুরির এই প্রণয় কাব্য ,
রইল তোমার প্রতি আমার এই ছোট্ট উপহার ।
ভাল থেকো অপরাজিতা ,
ভাল থেকো জন্মদিনের মত প্রতিটি দিনে ।