তোমায় ভালবাসি কিনা জানিনা
তবে আকাশে পেজা পেজা তুলার মেঘের ভিতর
আমি তোমায় দেখতে পাই ।
তোমায় কতটুকুন ভালবাসি জানিনা
তবে হিমেল হাওয়ায় সরষে ক্ষেত যখন আন্দোলিত হয়
আমি সেখানে তোমাকে খুঁজে পাই।
তোমায় কতটুকু অনুভব করি, ঠিক জানিনা
তবে স্রোতস্বিনী নদীর প্রতিটি স্রোতের মাঝে
আমি তোমার অস্তিত্ব টের পাই ।
তোমায় কতটুকুন ভালো লাগে জানিনা
তবে পাহাড়ের বিশালতা, ঘাসের শিশিরবিন্দু, সবুজ গাছের প্রতিটি পত্র পল্লবে
আমি তোমাকে খুঁজে পাই।
তোমায় ভালবাসি কিনা জানিনা
তবে প্রতিবারই তোমায় যখন দেখি, মনে হয় এই বুঝি প্রথম দেখলাম ।।