তবু আমি লিখেই যাব
এই মূল্যহীন সাদা কাগজে,
কিছু অর্থহীন বাক্যের ফুলঝুরি
দ্যোতনা বা ছন্দের কোনও বালাই নেই,
হয়ত নেই কোনও অম্রিতাক্ষ ছন্দের ব্যর্থ প্রয়াস,
হয়তবা নেই কোনও কঠিন শব্দের ব্যবহার ।
নাই বা লিখলাম চিরাচরিত প্রথার আদলে,
নাই বা হল কোনও গল্প কিংবা কবিতা ।
নাই বা হল কোনও উপন্যাস,
ক্ষতি নেই তাতে বিন্দুমাত্র,
তবু আমি লিখেই যাব
এই মলাটহীন সাদা কাগজে ।
ক্ষতি নেই ,
পড়ে থাকি যদি অনাদরে ,
আমার এ সাদামাঠা লিখা
নাই বা হোক কারও সাথে তুল্য,
আমার এ সাদা অনুভূতির
নাই বা থাক বিন্দু মাত্র মূল্য,
শুধু মনে রেখো
এ অনুভূতিতে বিন্দু মাত্র খাঁদ নেই
নেই কোনও মিথ্যার ছায়া ।
শুধু মনে রেখো
হৃদয়ের গভীরে থাকা
ভালবাসার পরশে রচনা করেছি তারে ......।।