ঘাসের উপর জমে থাকা ভোরের শিশিরবিন্দু
সেত শুকিয়ে গেছে
মাথার উপরে লাল টকটকে সূর্যটাও
আস্তে আস্তে পশ্চিম দিকে হেলে পড়ছে
গোধূলি লগ্ন পার হয়ে যাচ্ছে
ঐ যে দ্যাখো
দূর আকাশে পাখিরাও নীড়ে ফিরছে।।
ও বন্ধু কোথায় তুমি ?
আমিতো এখনও তোমারই প্রতীক্ষায়
আমার আকাশে তোমাকে খুঁজে ফিরি।
তুমি কথা দিয়েছিলে
গ্রীষ্মের কোনও এক মধ্য দুপুরে পথিক হয়ে দেখা দিবে
আমি তোমার পথ পানে চেয়েছিলাম
খুঁজে পাইনি তোমাকে ।
তুমি বলেছিলে
বর্ষায় নদীতে যখন ভরা যৌবন থাকে
তখন খুঁজে পাব তোমাকে ।
তুমি বলেছিলে
শরতে শিউলি, কামিনী আর কাশবনের মাঝে
তোমাকে খুঁজে পাবো।
তুমি কথা দিয়েছিলে
হেমন্তে শিশিরভেজা ভোরে
আমার হাত ধরে পাশাপাশি হাঁটবে।
তুমি বলেছিলে
কনকনে শীতের ঘন কুয়াশায়
তোমাকে খুঁজে পাবো।
তুমি বলছিলে
বসন্তে ফুলে ফুলে প্রকৃতি যখন ছেয়ে যাবে
তখন তুমি আমার পাশে এসে দাঁড়াবে ।
বন্ধু সত্যি করে বলনা,
তুমি কবে আসবে
আমি এখনও নিরন্তর তোমারই প্রতীক্ষায়
তোমারই পথপানে চেয়ে আছি ।।