সে এসেছিল
কিন্তু খানিকটা দেরী করে
দ্বীপ শিখাটি ততক্ষণে নিভে গেছে
সন্ধ্যা নামে অন্ধকারকে আলিঙ্গন করে
অন্ধকারের তৃষ্ণা সে যে এক সীমাহীন গভীর তৃষ্ণা
নিকষ কালো অন্ধকারে এ এক অন্তহীন খেলা
সীমাহীন খেলায় মত্ত এ নগ্ন দেহ
ভেজা মাটির বুকে আছড়ে পড়ে
শেষ বেলায় কৃষ্ণ গহব্বরে এসে একাকার
তবু এ খেলার শেষ নেই
অনন্ত শেষ বেলায়
কৃষ্ণ গহব্বর পরস্পরকে গ্রাস করার আরেক নতুন খেলায় মত্ত হয়ে উঠে
যদি প্রশ্ন করি তোমায়
কেন এমন করছ ?
আমায় পুড়িয়ে নিজে কেন জ্বলছ ??