দোহাই তোমার
প্রশ্ন করো না আমায়
কেমন আছি আমি ।
তোমার প্রশ্নে মস্তিষ্কের নিউরন সেলে
টিং টিং করে শব্দ অনুভূত হয়
চিন চিন ব্যথা অনুভব করি আমি ।
ভাল বা খারাপ এ দুয়ের সংজ্ঞা আমার জানা নেই ।
দুয়ের পারস্পারিক ব্যবধান
দিন শেষে আমার কাছে শূন্য ।
দোহাই তোমার
প্রশ্ন করো না আমায়
কেমন আছ তুমি.....।
তোমার প্রশ্নে রক্তের ধমনী শিরায়
অদ্ভুত এক অনুভূতি অনুরণিত হয়
অনুভূতি গুলো বায়বীয় মনে হয়
আমি শূন্য তে ভাসতে থাকি
এ অনুভূতির প্রকাশ আমার জানা নেই।
দোহাই তোমার
প্রশ্ন করো না আমায়
কি খবর আমার...... ।
তোমার প্রশ্নে আলো অন্ধকার একি কক্ষপথে ঘুরতে থাকে
আমি কিছু ঠাওর করতে পারিনা
শ্রান্ত ক্লান্ত এই আমি
কৃষ্ণ গহব্বরে বিলীন হয়ে যাই ।।
দোহাই তোমার
প্রশ্ন করো না আমায়
প্রশ্ন করো না আমায়............।